সোনালী ধান, কৃষ্ণ ও রূপালী মস্য আর বৈচিত্রময় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী বরেন্দ্রের গৌরব ভূমি ভোলাহাট উপজেলা বাসীর গরবো ঐতিহাসিক ভাতিয়ার বিল। বিলটি দেশের বৃহত্তম বিল হিসেবে সমাধী পরিচিত। প্রাচীন নদীর পরিত্যক্ত খাত হতে বিল ভাতিয়ার উৎপত্তি। আগে এর নাম ছিল ছাটিয়া ভাটিয়া, চটিয়া, পুটিয়া প্রভৃতি, যা পূরবে উল্লেখ করা হয়েছে।এই বিলের দুইটি রুপ। বন্যায় সমূদ্র ও শুস্ক মৌসুমে সবুজের সমারহ। এই বিলটিতে লুকিয়ে আছে ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার লাখ লাখ মানুষের সুখ দুঃখের স্বপ্ন।বিলের কাল জলে সহজলভ্য আছে মাছ।যেমন শৈর, গজার, কৈ, সিং, ভাদা, পুটি, টাকি, মাগুর, খলিসা গুচিসহ আরও হরেক প্রজাতির মাছ। এই বিলে জন্মায় প্রচুর প্রাকৃতিক দল ঘাস। জমির উর্বতার বৃদ্ধির জন্য ভোদ ও ভেদর। শাপলা শালুক, চাকা, মাখনা সিংগারা, ভ্যাট ইত্যাদী। দল বেঁধে আসে নানা বর্নের দেশী বিদেশী পাখি। মানুষ আর পশু পাখির কল কাকলিতে ভরে থাকে এই ভাতিয়ার বিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS